Tuesday, May 12, 2020

দিপ্সী দে

রবির কথা
 

জ্যোতি দাদার কথায় হাত দিয়েছিলে কবিতার পাতায়।

জন্ম হবার পর ছোট্র হরিণ শিশুটি যেইভাবে গুঁতা মারে... সেইরূপ....

রবীন্দ্রনাথ ও কবিতার খাতায় সৃষ্টি করেছিলেন,
ছোট রবির কাঁচা হাতের সব কবিতা,
জীবন স্মৃতির পাতায় পাতায় পূর্ণ রবি বলে গেছেন,ছোট রবির  সেইসব কথা।

কাদ্মবরীর কাছে পাঠ করতো রবি,নিত‍্যনতুন কবিতা।
রবি আরো চেষ্টা করো বিহারীর মতো হয়নি!
এই কথায় মন খারাপ হলেও,নন্দন কাননের প্রতিটি পাতা নিঃশব্দে শুনত রবির কবিতা।
সাংকেতিক নাটক বিরহ রোমান্টিক গান কোথায় নেই তুমি?

উপন‍্যাসের পাতা দর্শনের পাতা রাজনীতির পাতা সবই জানে,
কবি রবির আত্মজীবনের কথা।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...