একটা অনুভূতি
চেতনাহীন হওয়াটা বড়ো কঠিন
এ যুগে পদে পদে নতুন সূত্র;
মান্ধাতার গণিত অপছন্দ তবু
চোখে পড়তে হয় মোটা চশমা।
সবকিছু আশেপাশে থেকেও মৌনতাকে
সাথী মেনে চলাটা একবিংশ শতাব্দী।
চারিদিকের মিথ্যা আলোকসজ্জায়
উলঙ্গ কবি নেশা ফুরিয়ে গেলে
একসময়ের প্রেয়সীক মনে করে।
দূরে দেখতে পাওয়া যায় আবছা কারো ছবি,
আর মনে হয় বৃষ্টি আসবে;
নেমে আসবে মেঘকন্যা,
তারই আজ শীতল অনুভূতি।
No comments:
Post a Comment