Tuesday, May 12, 2020

সজীব পাল

জীবন 


এক

আমি একবার সেই পথ দেখবো
"বনলতার"চুল হতে প্রেমিকের মন,
কিভাবে কাটলো রবী জীবনানন্দের জীবন !

দুই

উর্ধ্ববত্ম্র মানচিত্রে ধ্রুব তারা
ক্ষুধারো উর্ধ্বে প্রিয়তমার ঠোঁট 
মাংস কামড়ে ধরার নাম প্রেম ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...