মনুষ্য কৃতকর্ম ও মহামারি
বিশ্ব রাজনীতি , কূটনীতি ,অর্থনীতি সবই হল আজ ক্ষুন্ন
ধর্মের ভিত্তিতে ভেঙ্গে যাওয়া রাষ্ট্রও যেন আজ একসূত্রে আবদ্ধ।
শতকের পর শতক আসে প্রকৃতিও বদলায়,
স্বপ্নভোরে মানবজাতি শূন্য হাতে ভিক্ষা চায়।
কালের পর কাল মানবজাতির কৃতকর্ম,
প্রাচীন থেকে মধ্য , মধ্য থেকে আধুনিক
কুয়ো-পুকুর-খাল-বিল-নদী কিংবা সাগর কিংবা সমুদ্র
জল-বায়ু-অগ্নি কিংবা সূর্যকিরণ
সবিই আজ মনুষ্য কৃতকর্মে হয়েছে দূষণ।
মানুষরূপী শ্রেষ্ঠ জীব স্রষ্টার সৃষ্টিকে করছে কলুষিত,
রবির অতিবেগুনী রশ্মিতে তাদেরি চর্ম ব্যাধিতে সংক্রমিত।
প্রাত্যহিক কার্যকলাপে দূষিত জল আর বায়ু
কখনও কলেরা কখনও প্লেগ কিংবা টাইফয়েড,
কখনও বা শ্বাসকষ্ঠে জর্জরিত।
কালে কালে দিয়েছে দেখা মারনব্যাধি মহামারি
ধরনীর কোল হয়েছে শূন্য
তাই ধরনী দিতে চায় আড়ি।
১৭২০, ১৮২০ , ১৯২০ একের পর এক শতক হয়েছে পার
আবার ২০২০ করল এসে কোরোনা প্রহার।
হাজারে হাজারে যাচ্ছে প্রান যেন তুচ্ছ এ জীবন
আধুনিক চিকিৎসা শাস্রকেও করল নিধন।
মন্দির বল কিংবা মসজিদ অথবা গির্জা হয়েছে খালি
ছিল কয়েকদিন আগে ওখানেও মানুষের আড়াআড়ি।
একের পর এক শক্তিশালী রাষ্ট্র আমেরিকা ফ্রান্স ইটালি কিংবি চিন
চতুর্দিকে আজ শুধু মৃত্যুর মিছিল।
শেষে আজ করতে গ্রাস ঢুকল ভারতে ,
হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ্য, খ্রিস্টান কিংবা জৈন
তাদের আজ কোরোনাকে দূর করাই সারমর্ম।
সবই ধুয়ে মুছে তাদের কাছে তুচ্ছ আজ ধর্ম।
No comments:
Post a Comment