Tuesday, May 12, 2020

শৌভিক বাগচী

আমার রবি 


আমার রবি নিপুণ হাতে 
আঁকা কোন ছবি নয়। 

আমার রবি প্রতিদিনের লড়াইয়ের এক বিপন্ন সংসারের 
 নেহাৎই কাছের মানুষ ,
না হলে কেনই বা বলবেন তিনি 
এই সব  মূঢ় ম্লান মূকমুখে
 দিতে হবে ভাষা ?
কেনই বা বলবেন , সেই খানে যে 
চরণ তোমার বাজে , সবার পিছে 
সবার নীচে সব হারাদের মাঝে ?

আমার রবি কোন দেবতা নয় 
আমার রবি কোন নেতাও নয় 
দলভুক্ত পিপিলিকার মতো 
তিনি ক্ষুদ্র পাখায় বজ্রের হুঙ্কার 
নিয়ে ঘোরেন না।  

আমার রবি হয়তো নেহাৎই 
ওদের মত   , যারা প্রতি দিন 
মরেও অমর  , ছড়িয়ে থাকা 
পোড়া রুটিতে রক্ত দিয়ে ইতিহাস 
লেখে যারা , আমার রবি তাই। 

আমার রবি কোন ছবি নয় 
মালা তাকে দিও না। 
পারলে একটু নিজেকে দিও তাকে , ঠিক খুঁজে পাবে চারপাশে অজস্রের মাঝে 

প্রতি দিন প্রতি পল 
প্রতিক্ষণ তাই রবি -ক্ষণ। 

আমার রবি ছবি নয়। 

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...