Tuesday, May 12, 2020

নিকিতা দত্ত

প্রিয় শৈশব


বর্তমানের ভিড়ে স্মৃতির অতলে কোথায় যেন আজ হারিয়ে গেছো তুমি!

ছোট্ট মনের প্রথম ভাবতে শেখা, কল্পনার সুতাগুলি একটু একটু করে বুনে যাওয়া, একটু বকুনি শুনলে অভিমানী মনে কেঁদে কেটে অস্থির হয়ে ওঠা, পুতুলের সংসার সাজানো, ভাই-বোনরা সবাই মিলে হৈ-হুল্লোর করা, মাঝে মাঝে মায়ের শাড়ি পরে গিন্নী সাজার চেষ্টা করা

আরো কত কী!!

স্মৃতির ভান্ডারের এমন হাজারো স্মৃতি খুঁজে বেড়াতে বেড়াতে প্রায়ই অন্যমনস্ক হয়ে পড়ি।।
সে সময় ছিল না তেমন ধরাবাঁধা নিয়মের বেড়াজাল।
আহ্! আবার যদি ফিরে পেতাম তোমাকে এই যান্ত্রিক জীবনের বিনিময়ে...

প্রিয় শৈশব,
তুমি যেমন একটু একটু করে পিছনে চলে গিয়েছ, তেমনি তোমায় ঘিরে থাকা অনেক মানুষও আজ জীবনের খাতা থেকে হারিয়ে গেছে। 
প্রথম খেলার সাথী গুলো কে কোথায় তাও জানি না!
তাই মাঝে মাঝে ফিরে তাকাই তোমার দিকে.. আসলে ফিরে তাকাতে হয়...আজও যে ভুলতে পারি নি তোমায়।
কখনো ভাবতে ভাবতে চোখে জল চলে আসে, কখনো বা হঠাৎ হাসিতে ফেটে পড়ি।

আজও তোমায় ঘিরে একরাশ হাহাকার আর সুখের স্মৃতি বুকের মাঝে আঁকড়ে ধরে বেশ ভালোই আছি। ভোলা তো কখনোই যাবে না...

তাই তো কবি বলেছেন, "পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়.. ও সেই চোখের দেখা,প্রাণের কথা,সে কি ভোলা যায়..।"

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...