Wednesday, May 13, 2020

শিপ্রা দেবনাথ

প্রানের কবি রবীন্দ্রনাথ 
 

হে রবি বিশ্বকবি, লহি তোমার নাম     
দু'একটা লাইন লিখি তোমায় জানিয়ে প্রণাম ।
বাংলার কবি, বিশ্বের কবি জগৎ জোড়া ঠাঁই 
তোমার কীর্তি চির ভাস্বর, তুলনা তার নাই। 
তোমার কবিতা আর গান, জুড়ায় আমাদের প্রাণ, 
 আমাদের চিন্তা আর চেতনা, সব তোমারই দান। বাঙালির ধ্যান তুমি, বাঙালির  প্রাণ  তুমি, 
তুমি যে মোদের রবি।
তোমার জ্ঞানের প্রদীপ আলোকে আলোকিত মোরা কবি
জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছ ধরণীর কোনে কোনে, 
জন্মদিনের শুভ লগ্নে স্মরি তোমায় মনে প্রাণে। 
বিশ্বভুবনে তোমারই নামে পড়েছে ফুল চন্দন, 
প্রাণ খুলে সবাই জানাই তোমায় সাদর অভিনন্দন।          

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...