Wednesday, May 13, 2020

প্রীতম ভৌমিক

স্বত্তা

আমার অস্তিত্ব- সত্তা,
আমার বেঁচে থাকা,
সবই আজ স্মৃতির জগতে ।

কখনো বিমর্ষ- বিষন্নতা,
 কখনো বা ভীষণ একা,
 নতুন করে ফুটবো তোমার হৃদয়েতে ।

বড্ড আবেগে ধরবে জড়িয়ে ।
অশ্রুর মতো ঝরবো তোমার 
ঠোঁট- চাপা কান্নায় ।

হয়তো আবার হাসির ফোয়ারায় 
ভেজাবে সর্বাঙ্গ আমার । 
তখন সুখী, চির সুখী, হোক 
আক্ষেপ- যন্ত্রণায় ।
               

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...