Wednesday, May 13, 2020

প্রীতম ভৌমিক

স্বত্তা

আমার অস্তিত্ব- সত্তা,
আমার বেঁচে থাকা,
সবই আজ স্মৃতির জগতে ।

কখনো বিমর্ষ- বিষন্নতা,
 কখনো বা ভীষণ একা,
 নতুন করে ফুটবো তোমার হৃদয়েতে ।

বড্ড আবেগে ধরবে জড়িয়ে ।
অশ্রুর মতো ঝরবো তোমার 
ঠোঁট- চাপা কান্নায় ।

হয়তো আবার হাসির ফোয়ারায় 
ভেজাবে সর্বাঙ্গ আমার । 
তখন সুখী, চির সুখী, হোক 
আক্ষেপ- যন্ত্রণায় ।
               

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...