লেখকের পুরো নাম না থাকা, মেইল করার ভ্রান্তি এবং বানানের জন্য যে সকল লেখাগুলো আমারা প্রকাশ করতে পারি না, সে লেখাগুলো আমাদের মর্মাহত করে। নির্বাচিত সৃষ্ট তুচ্ছ কারণে প্রকাশ করতে না পারার কষ্ট মনন স্রোতের কাছে অনেক বড়। আমরা প্রত্যাশা করবো আগামী সংখ্যা থেকে এই ধরণের সমস্যা আর হবে না।
কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণ দিবসে মনন স্রোতের এই সংখ্যা প্রকাশ করতে পেরে আমরা তৃপ্ত। মনন স্রোতকে এভাবেই সৃষ্টিশীল কাজের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনেও সহযোগীতা করবেন মনন স্রোতের তৃতীয় বর্ষের শুরুতে এটাই প্রত্যাশা রাখছি।
এই দুঃসময় মূলত একে অপরের পাশে দাঁড়িয়ে টিকে থাকার অঙ্গীকার করার সময়। সবাই ভালো থাকুন। সুরক্ষিত থাকুন।
শুভেচ্ছা ও শ্রদ্ধা-সহ
জয় দেবনাথ
সম্পাদক
মনন স্রোত
No comments:
Post a Comment