Tuesday, May 12, 2020

আকাশ দাস

ঝরা পাতা


ঝরে যায় অনেক পাতা ,
সময় - অসময়ের স্রোতে ।
পাল্টে যায় পাতার রঙ
রঙহীন সমাজে।

ঝরে যায় অনেক পাতা,
থেকে যায় শাখা-প্রশাখা।
ঝরে যায় পাতা ,রয়ে যায় গাছ,
একাকিত্বের হাহাকারে।

ঝরে যায় অনেক পাতা ,
মেঘ আসার অপেক্ষায় ।
মেঘ তুমি আসো বৃষ্টি হয়ে ,
নতুন পাতার সবুজ স্বপ্ন নিয়ে ।

ঝরে যায় অনেক পাতা 
স্মৃতি সব ভুলে গিয়ে।
পুরনো পাতা ঝরে পরে ,
নতুন সবুজ পাতার উঁকি মেরে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...