Tuesday, May 12, 2020

আকাশ দাস

ঝরা পাতা


ঝরে যায় অনেক পাতা ,
সময় - অসময়ের স্রোতে ।
পাল্টে যায় পাতার রঙ
রঙহীন সমাজে।

ঝরে যায় অনেক পাতা,
থেকে যায় শাখা-প্রশাখা।
ঝরে যায় পাতা ,রয়ে যায় গাছ,
একাকিত্বের হাহাকারে।

ঝরে যায় অনেক পাতা ,
মেঘ আসার অপেক্ষায় ।
মেঘ তুমি আসো বৃষ্টি হয়ে ,
নতুন পাতার সবুজ স্বপ্ন নিয়ে ।

ঝরে যায় অনেক পাতা 
স্মৃতি সব ভুলে গিয়ে।
পুরনো পাতা ঝরে পরে ,
নতুন সবুজ পাতার উঁকি মেরে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...