ঝরা পাতা
ঝরে যায় অনেক পাতা ,
সময় - অসময়ের স্রোতে ।
পাল্টে যায় পাতার রঙ
রঙহীন সমাজে।
ঝরে যায় অনেক পাতা,
থেকে যায় শাখা-প্রশাখা।
ঝরে যায় পাতা ,রয়ে যায় গাছ,
একাকিত্বের হাহাকারে।
ঝরে যায় অনেক পাতা ,
মেঘ আসার অপেক্ষায় ।
মেঘ তুমি আসো বৃষ্টি হয়ে ,
নতুন পাতার সবুজ স্বপ্ন নিয়ে ।
ঝরে যায় অনেক পাতা
স্মৃতি সব ভুলে গিয়ে।
পুরনো পাতা ঝরে পরে ,
নতুন সবুজ পাতার উঁকি মেরে।
No comments:
Post a Comment