Wednesday, May 13, 2020

জয়ন্ত শীল

বৈশাখ এসেছে

ঠান্ডা নরম হাওয়ায় একটি শব্দ, 
একটি নামের বুক চিরে 
গোটা একটা বছর, শৃঙ্খলহীন স্মৃতি 
প্রবেশের মাদকতা আমাকে নিয়ে খেলা করে। 

ছদ্মবেশী বাবলা গাছ  
' জল, উদ্ভিদ জীবনী ' খেলায় মেতে উঠলে 
মেঘলা ভোরের ফ্যাকাসে আলো বলে ওঠে - 
বৈশাখ এসেছে! 

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...