বৈশাখ এসেছে
ঠান্ডা নরম হাওয়ায় একটি শব্দ,
একটি নামের বুক চিরে
গোটা একটা বছর, শৃঙ্খলহীন স্মৃতি
প্রবেশের মাদকতা আমাকে নিয়ে খেলা করে।
ছদ্মবেশী বাবলা গাছ
' জল, উদ্ভিদ জীবনী ' খেলায় মেতে উঠলে
মেঘলা ভোরের ফ্যাকাসে আলো বলে ওঠে -
বৈশাখ এসেছে!
সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...
No comments:
Post a Comment