Wednesday, May 13, 2020

জয়ন্ত শীল

বৈশাখ এসেছে

ঠান্ডা নরম হাওয়ায় একটি শব্দ, 
একটি নামের বুক চিরে 
গোটা একটা বছর, শৃঙ্খলহীন স্মৃতি 
প্রবেশের মাদকতা আমাকে নিয়ে খেলা করে। 

ছদ্মবেশী বাবলা গাছ  
' জল, উদ্ভিদ জীবনী ' খেলায় মেতে উঠলে 
মেঘলা ভোরের ফ্যাকাসে আলো বলে ওঠে - 
বৈশাখ এসেছে! 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...