আর্তনাদ
বে হইবে শান্ত, ওহে প্রভু অনন্ত ?
কত প্রাণ হরিবার পরে ?
কাহার জন্য গড়া, ধন ধান্যে পূর্ণ ধরা,
না রাখিবা যদি মানবেরে ?
এত লোকের কান্না তুমি কি শুনো না ?
চিৎকার করিছে তব অংশ জাত,
নির্দয় না হইও প্রভু নাহি হেল কভু,
বাড়াইয়া দাও তব করুণার হাত।
তব রুদ্রানলে প্রাণ বুঝি যাবে চলে ?
ওহে প্রভু রক্ষা করো মোদের
ওহে মহাকাল এই রুপ তব করাল
ঘুচাইয়া নিয়া শান্ত রুপে কৃপা করো মোদের।
No comments:
Post a Comment