Tuesday, May 12, 2020

সংগীতা দেব

প্রিয় মননস্রোত

মননস্রোত
শুধু যে সাহিত্য পত্রিকা,
একটি প্লেটফর্ম,
একটি সাহিত্য সংগঠন,
শুধু তাই নয়।
মননস্রোত
মিলিয়েছে মনকে মনের সাথে,
এ শহর থেকে ঐ গ্রামে
রাজ্য রাজ্যান্তরে।
অগনিত মাইল পথকে করেছে অতিক্রান্ত।
মননস্রোত
নতুনে-পুরাতনে, নবীনে-প্রবীনে যেন,
বৃক্ষডালি পুষ্পপল্লবে মুখরিত।
প্রাণে প্রাণে যেন উচ্ছাস নতুন সৃষ্টির।
মননস্রোত
জীবনের কথা বলে,মনের কথা শোনে।
সমাজকে তোলে ধরে,কল্পনাকে জীবন্ত করে।
মননস্রোত
প্রেমের,বিরহের,অভিমানের, অভিযোগের
দুঃখ,সুখের,একালের,সেকালের কথা বলে।
মননস্রোত
কবির ভাবনায়,প্রকাশের,
পাখা লাগিয়ে দেয় উড়িয়ে।
উৎসাহ জাগায় কবির সৃষ্টি উন্মোচনে।
মননস্রোত
গুটি পায়ে এগিয়ে গিয়েছে অনেকটা দূর,
গড়েছে ভালোবাসার এক পরিবার।
বাঁধা পেরিয়ে নব নব সৃষ্টির 
আনন্দে ছড়িয়ে পড়েছে,
তোমার আমার প্রিয়
মননস্রোত।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...