অনাথ ছেলে
রাস্তার ধারে সারি সারি,
বাপ-মা হারা পথভিখারি।
কি ছিলো তাদের অপরাধ?,
পেটের ক্ষুধায় মরছে আজ।
কুকুর-বিড়াল খাচ্চে যাহা,
অনাথ ছেলে খাচ্ছে তাহা।
ক্ষুধার জ্বালায় ছুটে বেড়ায় সকলের তরে,
দুমুঠো ভাত দেয়নি কেউ তারে।
দিনের শেষে নিদ্রা গেছে সবে,
সে যে রইলো সারা রাত্তির অনাহারে।
এ জগতে কি আছে কেউ তাদের আপন?,
ডাস্টবিন খাবার খেয়ে করছে দিন যাপন।
চলুননা সবে পাশে দাঁড়াই,
অনাথ ছেলের ক্ষুদা মিটাই।
ডাস্টবিন থেকে খাবেনা খাবার যতই সে হোক অনাথ,
দেখবেনা আর অনাথ ছেলে অন্নবিহীন প্রভাত।
No comments:
Post a Comment