আমাদের সাহিত্য পরিবার
কাঁচা হাতের শব্দের চাষীদের
পরিচর্যা করার স্থান,
নবসৃষ্টির উন্মাদনারা এগিয়ে যাওয়ার
উৎসাহ এখানেই পান।
যানে সবাই ভুল করলে
এখানেই সবাই ধরিয়ে দেবে,
বিশ্বাস আছে আজকের আজকের অচেনারা
কাল ঠিক আপন করে নেবে।
এই পরিবারের নাম ছড়িয়ে পরছে
আকাশে বাতাসে অনবরত,
কারোর নজর না লাগলে
মননস্রোত ত্রিপুরার সাহিত্যে হবে সমাদৃত
এই পরিবারের ছত্রছায়ায় বৃদ্ধি পাবে
সকলের নবসৃষ্টির চেষ্টা,
মননস্রোতকে তৃতীয় বর্ষপুর্তির
অনেক অনেক শুভেচ্ছা।
No comments:
Post a Comment