Tuesday, May 12, 2020

মঞ্জিলা বসু

রবির পূজা


উত্তাল আবেগের ঢেউ 
উপচে পড়েছে  পান্ডুলিপির প্রতিটি কোণায় ,
হে রবি তোমার কিরণে 
দিগ্বিদিক্ আলোকিত ময়।
তুমি মূক্ শুভার ভাষা,গিরিবালার আশা
তারাপদ র ভবঘুরে মন,তোমার ভালোবাসা।
তুমি চন্দরার অভিমান 
বিনোদিনী, বিমলার পরকীয়ার প্রাণ
তুমি মৃণালের বিদ্রোহ 
মৃন্ময়ীর চেতনার নবজাগরণ।
সেই  তুমি উর্মিলা,পত্রলেখার উপেক্ষার অক্ষি
নন্দিনী রঞ্জনের সংগ্রামের সাক্ষী।
সোনার তরী ভাসায়ে তুমি করেছো বিচরণ
জগৎ সংসারে রয়েছে তোমার কর্মের প্রতিফলন।
হে কবি তোমায় সশ্রদ্ধ নমন।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...