রবির পূজা
উত্তাল আবেগের ঢেউ
উপচে পড়েছে পান্ডুলিপির প্রতিটি কোণায় ,
হে রবি তোমার কিরণে
দিগ্বিদিক্ আলোকিত ময়।
তুমি মূক্ শুভার ভাষা,গিরিবালার আশা
তারাপদ র ভবঘুরে মন,তোমার ভালোবাসা।
তুমি চন্দরার অভিমান
বিনোদিনী, বিমলার পরকীয়ার প্রাণ
তুমি মৃণালের বিদ্রোহ
মৃন্ময়ীর চেতনার নবজাগরণ।
সেই তুমি উর্মিলা,পত্রলেখার উপেক্ষার অক্ষি
নন্দিনী রঞ্জনের সংগ্রামের সাক্ষী।
সোনার তরী ভাসায়ে তুমি করেছো বিচরণ
জগৎ সংসারে রয়েছে তোমার কর্মের প্রতিফলন।
হে কবি তোমায় সশ্রদ্ধ নমন।
No comments:
Post a Comment