রবির আলো
তুমি নওতো বন্ধের কবি
আজন্ম-জন্মের রবি।
জন্ম তোমার এই দেশেতে,
আমরা সবাই গর্বিত শ্রবণে।
তুমি নওতো নম্র কারো তটে
আজন্ম বিস্ময়! রটে।
তোমার সৃষ্টি রবে সাহিত্যের পাতায়।
আমরা সবাই শোকাহত কন্ঠে।
গাহিব গীতিবিতান।
মঞ্চস্থ করব আরো কত গীতিনাট্য,
প্রবন্ধ-নিবন্ধনে বিশ্বায়নে উত্তরত ভাবনায়।
আমরা সবাই সচেতন
আমরা সবাই গর্বিত শ্রবণে
আমরা সবাই গাইব গীতিবিতান।
রবির রাগ মঞ্জুরী তাল -লয়ে।
আজন্ম-জন্মের রবি
তোমার আলোতে
আলোকিত মোরা
সকলে...
No comments:
Post a Comment