Wednesday, May 13, 2020

সমীরণ বিশ্বাস

বিশ্ব কবি রবীন্দ্রনাথ 

                                           
তুমি বিশ্ব কবি, বিশ্বে একেঁছো নিজের মনের ছবি,
তোমার ছোঁয়ায় বিশ্ব হয়েছে মহানতার কবি।
সাগর সমান পারি তোমার, তুমি জল-স্থল,
তুমি বর্তমান,ভবিষৎ,তুমি মোদের বল।

আকাশে-বাতাশে তুমি,আছো মোদের হৃদয় জুড়ে,
পৃথিবী ভরে গেছে কবিত্বে তোমার সুরে।
আমাদের ভাষা,আশা,তুমি মোদের গর্ব,
তোমার চরণে মোদের মাথা থাকবে সর্ব-সর্ব।

সহস্র কবিতা,নাটক,গল্প,উপন্যাস তোমার,
এর'ই মনমুগ্ধতায় আমাদের হৃদয় উজাড়।
পৃথিবী পেয়েছে নতুন দিশা,বুনতে নতুন স্বপ্নের জাল,
রাঙিয়েছো এক তালে,নতুন ছন্দের তাল।

পৃথিবীর কত কবি,কত উপন্যাসিক,কত নাট্যকার,
তোমাতে হয়েছে মগ্ন,তোমাতে দিশেহারা কতবার,
তার সংখ্যা অগনিক,তোমার মহিমা অপার,
নতুন ঢঙে,নতুন রুপে,নতুন ছন্দে আগমন করেছো-
বিশ্বকে চলার।

যুগে যুগে তোমার আশ্বাস,তোমার ছায়া,
নতুনে নতুনে চলা হলেও কাটিয়ে উঠেনা তোমার-
মায়া।
তোমার হাতে তাজমহল পেল নতুন ভাষা,
প্রেমিকের হৃদয়ে জাগালো নতুন প্রেমের আশা।

তোমার কথায় অরণ্য-ভূমি হয়েছে গল্পভূমি,
তোমাতেই পৃথিবী হয়েছে সাহিত্যের তিমি।
জগতে তোমার হাতের ধারা যেন অসংখ্য তারা,
পৃথিবীর বুকে হাটতে হাটতে তাতে হয়ছো মগ্নমরা।

বিশ্বকে দিয়েছো নতুন গতি,নতুন কৌমুদী'র হার,
তোমার মহানতায় মহান সে, সেথায় তোমার কীর্তির- বাহার।
কঠিন চক্ষুতে তোমার বিশ্বকে করেছো যত্ন,তবে- তোমার শাসনে মগ্ন,
তুমি অমর,তুমি অমর,তুমি অমর রত্ন।

বিশ্ব কবি,বিশ্ব জয়ের ভাষা তাইতো তুমি।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...