বৃদ্ধাশ্রম
ছেলে আজ বড়ো চাকরি করে
বৌমার আবার পার্লার
দিদিভাই আজ কলেজে পড়ে
নাতি আজ রকস্টার
ওদের বিয়ের পরে কত আনন্দ করেছিলাম
পাড়ায় পাড়ায় সবার কাছে
গল্প বলে বেড়িয়েছিলাম
ছেলে আমার সোনার টুকরো
বৌমা যেন লক্ষী স্বয়ং
বছর ঘুরতে বলে উঠলো
তোমার মায়ের কত ঢং
ছেলে আমার রেগে গিয়ে
মারলো আমায় এমন চড়
অনেক বড়ো অন্যায় করেছি
বুঝতে পারলাম অনেক পর
শুধু বলেছিলাম বৌমা এই সহ্য হয়না
এত খাটনি পরিশ্রম
তার শাস্তি পেয়েছি আমি
ঠিকানা হয়েছে বৃদ্ধাশ্রম
ভালো থাকিস তবু তোরা
ঠাকুরের কাছে প্রার্থনা
তোদের ছেলেও বিয়ে করবে
করবে তোদের ভর্ৎসনা
আমার জায়গায় তোরাও
আসবি
পারবি না করতে পরিশ্রম
ঘুরে ফিরে না হয় যেন
তোদের ঠিকানা এই বৃদ্ধাশ্রম
No comments:
Post a Comment