Tuesday, May 12, 2020

নিপু দাস

হে রবি ঠাকুর


বৈশাখের আজ পুন‍্য তিথীতে তোমারও চরণ তলে,
আমার মনের ভাবনাগুলো রেখেছি সমর্পনে।
বাল‍্যকালের সেই সহজপাঠেই প্রথম হাতেখড়ি,
যৌবনে মন বিষন্ন হলে,তোমার গল্পগুচ্ছই দিয়েছে হাতছানি।
ঘর থেকে রাজনীতি মঞ্চে তোমার কাব‍্য সম্ভারের আনাগোনা,
কিশোর থেকে বৃদ্ধ পর্যন্ত তোমার গল্পগুচ্ছেই মন হয়ে থাকে আনমনা।
ভ্রাতৃত্বকে পুরস্কৃত করেছো তুমি রাখিবন্ধন উৎসবে,
প্রতিটি ভারতবাসীর মনে-প্রানে তুমি জাতীয় সঙ্গীতের মাধ‍্যমে।
কাব‍্য-গল্প-সাহিত‍্যমালা তাতেই কি শুধু শেষ!
অজস্ত্র গানের সম্ভারে মন বেদনা ভুলাই এবং নানা দ্বেষ।
ভ্রান্ত পথে মন বিহলিত হলে তোমার লেখা দেখায় দিশা,
কোথাও তুমি শ্রেষ্ঠ প্রেমিক,কোথাও তুমি শ্রেষ্ঠ শ্রষ্ঠা।
মনস্তত্বের এক অভিনব প্রতিভা রেখেছো 'চোখের বালিতে'।
অতুলনীয় 'গীতাঞ্জলি' কাব‍্য তোমায় নিয়ে গেছে বিশ্ব কবিতে।
তোমায় নিয়ে লিখতে বসে আমি দেখিয়েছি যে স্পর্ধা,
চরণ কমলে তোমায় বিনম্র প্রাণাম জানিয়ে,মনে রেখেছি অজস্ত্র শ্রদ্ধা।
      "এ রবির উদয় আছে অস্ত নাই,
       এ রবি মানুষ হয়েও ঠাকুর তাই"।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...