Tuesday, May 12, 2020

শঙ্খ সেনগুপ্ত

প্রবাসের চিঠি


পজেটিভ শব্দটি এখন আতঙ্ক।
ভয়ানক অভিশাপ।
অপরাধী ভেবে তাকায় লোকে।
তারপরও জানতে চাও-
আমি কতটা কমিটেড,
কতটা পজেটিভ তোমার বিষয়ে!

তোমার কি অসুখ করেছে?
স্বেচ্ছা-নির্বাসনে আছি তো ভালো।

দূর থেকে দেখি-
এক অপরিচিতা, নাম না জানা
ফুলের গন্ধে, বিদেশ বিভূঁয়ে,
স্বদেশের গন্ধ পেয়ে কাঁদছে।

আমি তার কান্নার সুরে,
আমার আমিকে পেলাম।

তোমাকে নিগেটিভ ঘোষণা করলে,
ইচ্ছে জুগিয়ে খুঁজে পেতে পারো,  
কি করে, নাম না জানা ফুলে,
নিজ মাটির গন্ধ মেলে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...