রবি প্রণাম
সেদিন বৈশাখ ছিলো পঁচিশে।
একটা রবি উদয় হলো বাংলার আকাশে।
বাংলা থেকে বিশ্বজয়ী,
সাহিত্য কর্মে হলেন তিনি।
গীতাঞ্জলির অনুবাদে,
নোবেল উনার হাতের মুঠে।
লেখনী উনার ক্ষুরধার।
সুধাসম লেখা তাঁর।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে,
মানুষ যখন বাঁচার রসদ খোঁজে।
ওমনিতে তাঁর গীতবিতানে বুকে সাথে আগলে ধরে।
নিভিয়ে সব ঘোর আঁধার,
জ্বলে আলো তাঁর আভায়।
গভীর সুখে ক্ষুব্ধ পৃথিবী শান্ত হোক।
রবির আবার উদয় হোক।
No comments:
Post a Comment