মিলন সেতু
প্রাণভরা ভালোবাসা,শ্রদ্ধাও স্নেহ মিশে হল এই সেতু।
সাক্ষী ছিল সমুজ্জ্বল তারারা আর সহস্র ঐক্যের কেতু।
সত্যের পূজারী সেতুর নাম রাখল মানবতার 'মননস্রোত'।
সেতুতে বিন্দুমাত্র ভেদ নেই জাতি,ধর্ম,বর্ণের।
আমন্ত্রণ দেয় পরোপকারী,সৃষ্টিশীল ভাবনা যাদের।
প্রাণময় আড্ডা হয় কবিতা ও সুধাময় গানের।
দ্বিধা ,হিংসা ভুলে ,সবাই যেন এক জাতি এক প্রাণের।
দেশ বিদেশের বন্ধুরাও মিলন সেতুতে আসে।
কখনও ত্রাণ হয়ে দাঁড়ায় দীন, দুখীদের পাশে।
আগলে আছে এই সেতু পাহাড়ি কন্যা ত্রিপুরার কোলে।
তৃতীয়বর্ষ পূর্তিতে বিশ্বজয়ের শুভকামনা জানাই প্রাণ খুলে।
দুর্দিনে সেতুতে ঝাপিয়ে পড়ে ছোট বড় সবাই।
নানা সমস্যার সমাধান এক ঝলকে পাই।
অন্ধকার আলোকিত হয় তোমারই ছত্রছায়ায়।
শান্তির বার্তা বাহক তুমি এই নির্মল বসুন্ধরায়।
দেশ দুনিয়ায় ছড়িয়ে পড়ুক তব এই সুনাম।
মিলন সেতুর দীর্ঘায়ুর তরে-
এই অধমের,ঈশ্বরের নিকট দন্ডবৎ প্রণাম।
No comments:
Post a Comment