Tuesday, May 12, 2020

বর্ষা দে

আজ বিশ্ব আবার ঐক্যতায়

হে বিশ্ব মানব জাতি
আজ কোথায় 
তোমার জাতপাতের ন্যায়
আজ কোথায়
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদের বাছাই
আজ কোথায়
রাজনৈতিক-বিরোধী ও হিংসা মারপিট দ্বন্ধনীয়তা।

কোন সে ঝড় যে ঝড়ে আজ
মানুষ সবকিছুর কাছে রয়েছে নিশ্চুপ

হে বিশ্ব মানব জাতি
আজ তুমি কোন সে ব্যধিতে আক্রান্ত
কোন সে ব্যধি দিয়েছে আজ 
তোমায় হাতছানি।
জাতপাত নেই আমরা সবাই এক
তর্কে-বিতর্কে তুমি একদিন যেটা মানতে না
সেইটাই আজ ভুলে গিয়ে
বাড়াচ্ছ তোমার দায়িত্বের হাতখানি।
মানব সেবাই পরম ধর্ম
আজ শুনতে পাওয়া যায়
হিন্দু-মুসলিম কে কোন জাতি
তার বাছাই আজ লুপ্তপ্রায়

আজ মানুষ শিক্ষিত এক সে শিক্ষায়
আমরা সবাই হারাবো এই ব্যধি কে
তাতে কোন জাতের নেই বাছাই
আজ মানুষ একই দলে যুক্ত
যার শ্লোগান একটাই
আমরা জিতব ব্যধি কে হারাবো তার জন্য আমাদের আজ ঘরে থাকা চাই
আজ ঘরে থাকা চাই

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...