Wednesday, May 13, 2020

পূজা মজুমদার

মানুষ অন্য রকম


নভেল করোনা ভাইরাস; 
নিঃশ্বাস হতে পারে নিঃশেষ।

বড় বড় রাষ্ট্র আছে মজুত ভারি ভারি অস্ত্র
নিমিষেই হতে পারে কোন দেশ ধ্বংস,
অদেখা ভাইরাসে সবকিছুই যেন তুচ্ছ।

মৃত্যুর মিছিলে কত  প্রান গেল
সৎকার হবে না কে ভেবেছিল,
অর্থ, বিত্ত,গর্ব, অহংকার সব ফুরিল।
উহানে উৎপত্তি, দোষী চিন না অন্য রাষ্ট্র, বলো?

প্রকৃতির লীলা ক্ষতি সাধন হয়েছে বহু
গাছপালা, তরুলতা, জীবজন্তুর আরো কত সম্পদ
দূষণে দূষণে জর্জরিত, পৃথিবী কলুষিত, পদে পদে আপদ।
মানুষ আজ মানুষ নয়, মানুষ অন্য রকম,
নরপিচাশ, নরখাদক মারছে মানুষ পাখির মতন।

সুনামীতে কেপেঁছিল বিশ্ব ব্রহ্মান্ড
করোনাতে থমকে গেল সব কর্মকান্ড,

অন্যায়, অসত্য, দেশে দেশে করলে বিরাজ
সবার প্রতি নারাজ অদৃশ্য শক্তি রাজাধিরাজ
জানান আপন শক্তি, দেখান রাগবিরাগ ও কাজ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...