Wednesday, May 13, 2020

সঞ্জয় দত্ত

চিন্তাভাবনা

কি করে মনে 
অনেক রকম চিন্তা আসে?
ভাবের মধ্যে লুকিয়ে থাকে
কষ্টে আবার বক্ষ নাচে।

দূর-অনাদূর
চিত্তে চিন্তার সুর,
আবেগ করলে অর্পণ 
হবে চিন্তার সূচনা। 

ছোটো ভাবনা হয়ে উঠে 
বড়ো ভাবনা রূপে, 
বেকারত্বের উন্মাদনা 
পড়ে চিন্তার কোপে।

উফ্ আর ভাবতে চাই না
এমন দৃঢ় বস্তু,
কর নাশ আজব ভাবনা
তার হবে বিচার বিবেচনা।

মাথায় শান্তির চেতনা 
সুখ ও প্রাপ্তির নমুনা, 
শ্রেষ্ঠ সুন্দর মানবজাতি 
মোচন করো চিন্তার অবনতি।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...