Wednesday, May 13, 2020

সঞ্জয় দত্ত

চিন্তাভাবনা

কি করে মনে 
অনেক রকম চিন্তা আসে?
ভাবের মধ্যে লুকিয়ে থাকে
কষ্টে আবার বক্ষ নাচে।

দূর-অনাদূর
চিত্তে চিন্তার সুর,
আবেগ করলে অর্পণ 
হবে চিন্তার সূচনা। 

ছোটো ভাবনা হয়ে উঠে 
বড়ো ভাবনা রূপে, 
বেকারত্বের উন্মাদনা 
পড়ে চিন্তার কোপে।

উফ্ আর ভাবতে চাই না
এমন দৃঢ় বস্তু,
কর নাশ আজব ভাবনা
তার হবে বিচার বিবেচনা।

মাথায় শান্তির চেতনা 
সুখ ও প্রাপ্তির নমুনা, 
শ্রেষ্ঠ সুন্দর মানবজাতি 
মোচন করো চিন্তার অবনতি।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...