Wednesday, May 13, 2020

মন্দিরা শর্মা

আমার প্রানের কবি

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ,,
আধুনিক যুগের শ্রেষ্ঠ বাঙালি সাহিত্যিক।
পাঠক সমাজের মনোরঞ্জনের পথিক।।
তুমার সৃষ্টিতে যে প্রাণের সঞ্চার ঘটে।
তুমি তোমাতে উজ্জীবিত থেকেও, আমাদের প্রেমিক করে তুলেছ বটে।
তোমার  সৃষ্টির তরিখানায় নতুনের ভিড় জমাট বেঁধে চলছে আপন মনে।
হে মহান,,,
দিবসেতে যেমন করে সূর্য হতে আসে কিরণ।
তোমার সৃষ্টির উল্লাসে মেতে ওঠে, পাঠক সমাজ তোমায় করেছে বরন।
হে সজীব,,,,
তোমার পরিবেশের সেই দিগন্তহীন গভীরতার সুর।
নব যাত্রীদের অন্তরে এনেছ এক নতুন ভোর।।
তোমার সেই মাধুর্যময় কবিত্ব রস ।
বিশ্ব মানবের  হৃদয়কে করেছে বশ।
লেখার ছলে, লেখার বলে,তুমিই মহান।
নব প্রজাতির ডানা তুমি , সবাতে বিদ্যমান।
বিসর্জনের মতো কত নাটক করেছ আমাদের দান।
কবিগুরু রবী তুমি , বাংলা সাহিত্যের প্রাণ।
নয়ন সম্মুখে তুমি নাই নয়ন মাঝখানে নিয়েছ যে ঠাঁই । 
তোমার এই উক্তিতে আমি অনুভবে ডুবে যাই।
হৃদয় মন্দিরে তুমি আছ এভাবে ।
প্রজ্জ্বলিত  হ ই  আমরা তুমার স্বভাবে।
মহা বলে বলীয়ান ।
তুমি বঙ্গের জয়বাণ ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...