Tuesday, May 12, 2020

বিনয় শীল

নবীন রবির আলো
 
মানব জমিন ধূসর, সবুজ শূন্য।
মানব জাতির শত্রুরা 
সভ্যতাকে দাহ করেছে।
তার চিতাভস্ম উড়ছে চৌদিকে।
নীল আকাশের দখল নিয়েছে
ধোঁয়ার কুণ্ডলী ও
কর্কশ কাকের দল ।

ঘোর তমীস্রা।
ঘনীভূত হচ্ছে ক্রমশঃ।
সভ্যতার সাথে সমাধীস্থ
ললিতকলা।

হঠাৎ আকাশের এক কোনে-
একটা আলোক বিন্দুর 
আত্মপ্রকাশ।
ক্রমশঃ চুইয়ে পড়ছে তার-
আলোর দ্যুতি।
বিকাশমান সেই অপূর্ব
আলোক বিন্দু।
কিন্তু ব্যাতিক্রমী ধর্মকে
অবলম্বন করে,
চিরাচরিত ধারাকে অস্বীকার করে।

কি আশ্চর্য তাঁর-
রূপ পেলবতা।
তাঁর নূতন আলোক ধারায়
স্নাত হয়ে পৃথিবী আজ
নব রূপবতী ।

মানব জমিন সবুজ,
শ্যামল হলো আবার।
নূতন সুরছন্দে নন্দীত-
পৃথিবীর বনপ্রান্তর । 

খরস্রোতা নদীর বুকেও বাজে
নূতন গানের মূর্ছনা।
কার বাঁশরীতে আজ-
পৃথিবীর আকাশ মুখরিত।
দিকে দিকে আজ শুধু
মিষ্টি মধুর, কোমল মেদুর
নূতন ফুলের মেলা ।

দিক দিগন্তে একটিই শব্দ,
কি সেই আলোক বিন্দু ?
কোন যাদু বলে
শ্মশান ভূমিতে রচিত হলো
নন্দনকানন ?

হঠাৎ জাগ্রত সভ্যতা
উত্তর দিলো-
"নবীন রবির আলো" 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...