Tuesday, May 12, 2020

রাহুল শীল

আত্মিক গবেষণা
               
 গভীর সমুদ্রের স্রোত বইয়ে আছে
 জীবনের অভিজ্ঞতার আলোকে,
 বাগানের ফুল যুগের পর যুগ ফোটে
 রবীন্দ্রনাথকে জানে না কে?
 
জন্মের পরই ভবিষ্যত সম্ভাবনার ঘ্রান
হৃদয় মেঘে জন্ম সাহিত্যের শাখারা,
আমাকে আমিই বানাব,এই মনোভাব
প্রতিনিয়ত দিত সজাগ পাহাড়া।

আবেগ মাথা নীচু করে কলমের কাছে
থিতিয়ে জমে গান, গল্প, কবিতা।
রাতের ধ্রুবতারা জন্ম দিয়েছিল
রবির আকাশ আঁকা রংতুলি টা।

বিরহকে শ্রাবণ ভেবেছিল ভীষণ
প্রিয়কে শব্দে প্রতিশব্দে বিশ্লেষণ,
প্রেমকে ময়নাতদন্তের জন্য শুধুই
পৌরুষ বসন্তে কালবৈশাখী অন্বেষণ।

কে পারে একহাতে কলম,আর
একহাতে নিজের উপর চাবুক চালাতে,
বিদ্যুৎবেগী আত্মিক গবেষণায়
একমাত্র রবীন্দ্রনাথই পারে বিশ্বকে হারাতে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...