Tuesday, May 12, 2020

কাউচার খান

রবি ঠাকুর

রবি সবার রবি ঠাকুর আছেন সবার মাঝে, 
রবির কিরণ ছাড়া কি কেউ একটুখানিও বাঁচে?

অজ্ঞনতার বাঁধন ছিঁড়ে আলোর দেশে মর্মবাণী, 
বিশ্বকবি তোমার মাঝেই বিশ্বভুবন থমকে জানি।

জালিয়ানের প্রতিবাদে 'নাইট 'তুমি ফিরিয়ে দিলে, 
ভারত মা'কে করতে স্বাধীন কলম হাতে শপথ নিলে।

সাহিত্যের রবি তুমি বিশ্বকবি শুধু তো নয়, 
তোমার দেখানো পথে তাই শত বাধাতেও আসবে জয়। 

তোমায় দেখেই যুব সমাজ জেগেছে উদ্দীপনে, 
লেখক সমাজ আজও তোমায় কবিগুরু বলে  মানে। 

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...