Wednesday, August 8, 2018

সৈকত মজুমদার

সবাই এখন পরাধীন 


বহু রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে 
কালো মেঘের আস্তরণ সরিয়ে 
নীলাকাশের নীচে মুক্ত বাতাসে সেদিন 
পত্ পত্ করে উড়েছিল প্রথম 
স্বাধীনতার তেরেঙ্গা।
চার দেয়ালের বন্ধ ঘরের 
জানালার ফাঁক দিয়ে যতদূর 
চোখ যায় দেখি আজ ---
কালো মেঘে ছেয়ে গেছে
নীলাকাশ ! দশক সাত পর 
নিজেকে স্বাধীন ভাবতে 
লজ্জা হয় ! সেদিনের সেই 
রাজতন্ত্র থেকে গণতন্ত্রের ইতিহাস 
আজ সীমাবদ্ধ বইয়ের পাতায়; 
চক্রাকারে আমরা আবার স্বীকার  
একনায়কতন্ত্রের ! স্ব স্ব ক্ষেত্রে 
সবাই এখন পরাধীন !!

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...