Thursday, August 9, 2018

দুলাল চক্রবর্তী

অস্তমিত

কৈশোরের পদচারণায়
তোমার সাথে দেখা হয়েছিলো
মুক্ত বিহঙ্গের মতো উঠে যেতে চেয়েছিলো
কল্পনাপ্রবণ এ মনটা।

যৌবনের দৃপ্ত পদচারণায়
তুমি ছিলে অপরূপা
ছুঁয়ে দেখার সাধ ছিলো-
সাধ্য ছিলোনা
প্রলুব্ধ মনে চেতনার অবকাশ নেই।
সৌন্দর্যের অহংকার নিমেষে যেন
নিঃশেষিত হয়।
কত বসন্ত দ্বারে এসে ফিরে গেছে
হিসেবতো কেউ রাখিনি।

হিসেব রেখে কী হবে?
দুঃখকে বাড়ানো ছাড়া
লাভ আর কিছুই নেই।

পড়ন্ত বেলায় গোধূলিতে কি
প্রভাতের সূর্যের তেজ আর আভা পাওয়া যাবে?

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...