প্রচারে থাকো
প্রচারে থাকো, প্রচারে থাকো প্রিয়
যে কোন উপায়ে
প্রচারে থাকো, নয়তো পিছিয়ে পড়তে হয়।
তাই আজ বিজ্ঞাপনে ঢেকে নাও মুখ।
বিনয় কিংবা ছিঁচকাঁদুনী
অন্যের পাদুকা লেহন, নির্লজ্জ মুনিষ
খাটো। মঞ্চ লোভে ভুলে যাও মৃত
সহযোদ্ধার ফ্যাকাসে ঠোঁট।
প্রচারে থাকো, প্রচারে থাকো প্রিয়।
যে লোকটি শুয়ে আছে অসুখী চিতায়
তার কাছে জেনে নাও,
সেও একদিন কবিতা লিখত রাতভর।
No comments:
Post a Comment