Wednesday, August 8, 2018

রঞ্জিত দেবনাথ

স্বাধীন  ভারত

ভারত মায়ের সন্তান আমরা

গাই স্বাধীনতার জয় গান ।

সীমান্ত রক্ষা করছেন বীর 

বাঁচাতে ভারত মায়ের মান।
শোনো শোনো তুমি ওহে বীর

দেখাও যত আছে পরাক্রম 

এগিয়ে আসছে শত্রু মোদের

স্বার্থক কর তব পরিশ্রম ।
ধনে ধান্যে শষ্যে পুষ্পে

শুগন্ধীত সারা ভুবন

ঝর্ণার জলে নাচে কৌতুহলে

দেখিয়া জুড়ায় ব্যাথিত মন।
হংস বদন, মোহন মদন

গোপী গণ রাশি রাশি

জটিলা, কুটিলা, অবলা,সরলা

আরো যত ছিলো রাক্ষসী।

ওগো আমার জননী জন্মভূমি

নয়নে হেরিয়া তব মুখ

তোমার চরণে লুটিয়া মাগো

পেলাম মাতৃ ভূমির সুখ।
আকাশে-বাতাসে ভুবনে গুঞ্জিবে

ভারত মায়ের জয় ধনি

স্বাধীন ভারতের যত শহীদ আজ

ভারত মায়ের চোখের মনি।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...