Wednesday, August 8, 2018

অভ্রজিৎ দেবনাথ

কলিলীলা

ঘড়ি হাতে সেঁজে-গুঁজে
সাহেবি চলন,
স্টাডিটাইম ফাঁকি দিয়ে 
গার্ডেন ভ্রমণ।
সবে দেখা ভালো-লাগা
নতুন পরিচয়,
ফুচকা হাতে চোখে চোখে
লেটার পাস হয়।
সারাদিন ঘুরে বেড়ায় 
দুই চঞ্চল,
হোয়াটস্-এপে কথা বেচে
রাত্রি সফল।
সপ্তাহের শুরু থেকে 
গিফ্টস প্রচুর,
অবাঞ্ছিত এক ঝড়ে
রিলেশনে ভাংচুর।
অবশেষে ফুচকা স্টোরে
আবার দেখা হল
চেনা কারোর চোখটা এবার
ফাঁকি দিয়ে গেল।


No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...