Wednesday, August 8, 2018

অভ্রজিৎ দেবনাথ

কলিলীলা

ঘড়ি হাতে সেঁজে-গুঁজে
সাহেবি চলন,
স্টাডিটাইম ফাঁকি দিয়ে 
গার্ডেন ভ্রমণ।
সবে দেখা ভালো-লাগা
নতুন পরিচয়,
ফুচকা হাতে চোখে চোখে
লেটার পাস হয়।
সারাদিন ঘুরে বেড়ায় 
দুই চঞ্চল,
হোয়াটস্-এপে কথা বেচে
রাত্রি সফল।
সপ্তাহের শুরু থেকে 
গিফ্টস প্রচুর,
অবাঞ্ছিত এক ঝড়ে
রিলেশনে ভাংচুর।
অবশেষে ফুচকা স্টোরে
আবার দেখা হল
চেনা কারোর চোখটা এবার
ফাঁকি দিয়ে গেল।


No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...