Wednesday, August 8, 2018

অভ্রজিৎ দেবনাথ

কলিলীলা

ঘড়ি হাতে সেঁজে-গুঁজে
সাহেবি চলন,
স্টাডিটাইম ফাঁকি দিয়ে 
গার্ডেন ভ্রমণ।
সবে দেখা ভালো-লাগা
নতুন পরিচয়,
ফুচকা হাতে চোখে চোখে
লেটার পাস হয়।
সারাদিন ঘুরে বেড়ায় 
দুই চঞ্চল,
হোয়াটস্-এপে কথা বেচে
রাত্রি সফল।
সপ্তাহের শুরু থেকে 
গিফ্টস প্রচুর,
অবাঞ্ছিত এক ঝড়ে
রিলেশনে ভাংচুর।
অবশেষে ফুচকা স্টোরে
আবার দেখা হল
চেনা কারোর চোখটা এবার
ফাঁকি দিয়ে গেল।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...