Thursday, August 9, 2018

অমিত সরকার

তবু বেঁচে থাকবো

বগলে চাপা বিছানা,গন্তব্য অজানা।
চলছি তবুও....
ক্লান্তি গ্রাস করে নেয় শরীর,
দুচোখ শুধু ধ্রুবতারা দেখে,
এক পা,অন্য পায়ের ব্যথা অনুভব করে,
শরীরের প্রত্যক অঙ্গ খুব প্রিয় মনে হয়।
থেমে একটু বিশ্রাম নেব,সঙ্গহীনের কবিতার সাথে বাসর ।
শেষে আবার দিন,প্রতিদিনের রোজনামচা,
ভুলে ক্ষতবিক্ষত সব রাত,আবার চলা।
এত কিছুর পরেও কোন আশায়
তবু বেঁচে থাকবো।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...