তবু বেঁচে থাকবো
বগলে চাপা বিছানা,গন্তব্য অজানা।
চলছি তবুও....
ক্লান্তি গ্রাস করে নেয় শরীর,
দুচোখ শুধু ধ্রুবতারা দেখে,
এক পা,অন্য পায়ের ব্যথা অনুভব করে,
শরীরের প্রত্যক অঙ্গ খুব প্রিয় মনে হয়।
থেমে একটু বিশ্রাম নেব,সঙ্গহীনের কবিতার সাথে বাসর ।
শেষে আবার দিন,প্রতিদিনের রোজনামচা,
ভুলে ক্ষতবিক্ষত সব রাত,আবার চলা।
এত কিছুর পরেও কোন আশায়
তবু বেঁচে থাকবো।
No comments:
Post a Comment