Wednesday, August 8, 2018

দেবব্রত চক্রবর্তী

যুবশক্তির প্রতি


আমরা নবীন আমরা প্রবীণ আমাদের প্রান চঞ্চল, 
আমরা স্বাধীন আমরা প্রবল আমাদের পথ উজ্জ্বল ।
আমরা চাই মুক্ত আকাশ মুক্ত বাতাস মুক্ত খোলা জ্ঞ্যান, 
আমরা চাই নতুন প্রজন্ম নতুন নতুন বিজ্ঞান। 
চাইনা মোরা হীন বল চাইনা আবেগ আশা, 
দু'চোখ ভরে চাই যে মোরা সবার ভালোবাসা। 
অন্ধকার কে করিনা ভয় নতুন দিগন্তে আর_
নতুন প্রানে নতুন আশা নতুন আলোর সম্ভার।
আমরা চাই গুচ্ছ দল এগিয়ে আলোর সন্ধানে, 
আমরা চাই পূর্ন হোক স্বপ্ন যাদের অঙ্গনে। 
নিত্য দিনের কর্মকাণ্ডে হারিয়ে যাদের স্বপ্ন, 
স্বপ্ন তাদের বাস্তবে হোক অষ্ট ধাতুর রত্ন। 
জন্মে ছিলাম এই লক্ষ্যে করব রক্ষা সবাকার, 
আসুক বাঁধা আসুক না ঝড় মোদেরই হবে জয়জয়কার।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...