অদৃশ্য
আজকাল -
রাতজাগা নিঃশ্বাস ধূলো হয়ে উড়ে
প্রভাতী আলোয় শতছিদ্র আলাপনে।
ইচ্ছেগুলো সারাদিন দোল খায়
মাকড়সার জালে -
সাড়ে তিন হাত ছাড়িয়ে -
ঘরের দরজা জানালায়।
আজকাল -
পাতা ঝরে না আর উঠোনে
বাহারি পাতা দেখবে বলে তাই-
মালি ছুটে ধু-ধু প্রান্তর পেরিয়ে
মহাভারতের পৃষ্ঠায় শান্ত তপোবনে ।
কেউ কি লিখেছিলো ঝরা পাতার ইতিহাস,
অথবা সবুজ শিরার অদৃশ্য ব্যথা সংগোপনে ?!
আজকাল -
দুরন্ত জাদুঘর ক্লান্ত - মানুষের ভিড়ে
শুধুই কি উৎসুক ? নাকি উৎসব -
ডানাহীন স্বপ্নের মমি ঘিরে ?
সুখী হবে বলে শতাব্দীর বুকে
কোনও নদী পুষে আজ আমাজন-কালো -
স্বাধীনতা, না-হয় হবে তুমি ক্যামেরাবন্দি -
বাঁচাতে - নিছক ভালো ।
No comments:
Post a Comment