৭১তম সিঁড়িতে দাঁড়িয়ে
...ঠিক ততদিনে
মাওর চীন বুঝে নিয়েছে প্রতিবেশীরাও প্রতিদ্বন্দ্বী,
চাঁদে ছুটি কাটানোর স্বপ্ন দেখছেন যারা
তাদের সারণিতে আমাদের শহরেরও কয়েকজন আছেন,
পশ্চিম পাকিস্তান জেনে গেছে ভদ্রতাই মনুষ্যত্বের লক্ষণ,
রাকেশ শর্মার মহাকাশ যাত্রার ঠিক একবছর পর
লর্ডস্-এর ময়দানে বাইশ গজের বিশ্ববিজয়ী হাসি,
দ্বিতীয়বারের পারমাণবিক শক্তি প্রদর্শন করতে না করতেই
কার্গিলের চূড়ায় দেশপ্রেম দেখালেন ক্যাপ্টেন বাত্রা,
ঠিক তখনি তহশিল অফিসের সামনে রিক্সা রেখে
কপালের ঘাম মুছতে মুছতে আব্দুল চিন্তা করছে---
ভিটে বিক্রির টাকায় কি মেয়ের হাতের শাশুড়ির দেওয়া গরম খুন্তির দাগ মিটবে?
কী করে বোঝাবে রিক্সার চাকা থেকেও দ্রুত এগিয়ে যাচ্ছে রাজপথ
পৃথিবীর ঘূর্ণনের কাছে পিছিয়ে পড়ছে পেশীর জোর,
কপালের ঘাম তখনো সম্পূর্ণভাবে মুছে ফেলা হয়নি
যখন টিভিতে দেখাচ্ছে
মঙ্গল যানের সফল উৎক্ষেপণের পঞ্চম বর্ষ জয়ন্তীর প্রস্তুতি
No comments:
Post a Comment