তুমি
চন্দ্রের মতো তোমার সেই উজ্জ্বল দীপ্তি
খুঁজেছি প্রান্তর থেকে প্রান্তরে, পাকা ধান ক্ষেতের
পাশ থেকে আকাশের ঐ উড়ন্ত চিল পর্যন্ত,
কিন্তু
পাইনি তোমার মন জুড়ানো প্রেমের ছোঁয়া।
দূর আকাশের গায়ে, কিংবা মাটির বহু নিচে।
তুমি আজ আঁধারে গাইছ প্রেমের গান।
সেই ইজল গাছের ছায়ায় আজ মন আসে না;
কৃষ্ণচূড়া, পাখির নীড়, নদীর স্রোত, ভেজা আকাশ,
দেবদারুর মাথায় শালিকের কুঞ্জন আজ প্রেম ছড়ায় না।
প্রকৃতি যেন প্রকৃতি নয়, তুমি ছাড়া।
Thursday, August 9, 2018
পরিতোষ সরকার
Subscribe to:
Post Comments (Atom)
অনুপম রায়
সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...
-
বধ্যভূমি - রাফা শোনা যাবেনা আর কোনদিন ক্ষুধার্ত শিশুর কান্না, মা বোন থেকে বৃদ্ধ বৃদ্ধার আর্তনাদ টুকু আর না। শান্তি এখন রাফা শহরে যদি পেতে শো...
-
বঞ্চিত . জীবন জুড়ে লেগে থাকে অতীতের ক্ষত ক্লান্ত শরীর বিশ্রাম খুঁজে প্রতিনিয়ত। বাবার বয়স বাড়ে, বেকারত্বের ছাপ হয় দীর্ঘ প্রেমিকার অপেক্...
No comments:
Post a Comment