তুমি
চন্দ্রের মতো তোমার সেই উজ্জ্বল দীপ্তি
খুঁজেছি প্রান্তর থেকে প্রান্তরে, পাকা ধান ক্ষেতের
পাশ থেকে আকাশের ঐ উড়ন্ত চিল পর্যন্ত,
কিন্তু
পাইনি তোমার মন জুড়ানো প্রেমের ছোঁয়া।
দূর আকাশের গায়ে, কিংবা মাটির বহু নিচে।
তুমি আজ আঁধারে গাইছ প্রেমের গান।
সেই ইজল গাছের ছায়ায় আজ মন আসে না;
কৃষ্ণচূড়া, পাখির নীড়, নদীর স্রোত, ভেজা আকাশ,
দেবদারুর মাথায় শালিকের কুঞ্জন আজ প্রেম ছড়ায় না।
প্রকৃতি যেন প্রকৃতি নয়, তুমি ছাড়া।
Thursday, August 9, 2018
পরিতোষ সরকার
Subscribe to:
Post Comments (Atom)
উর্মি সাহা
মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...
-
আজ আশ্বিনের শেষ কার্তিকের শুরু এই দিনটা বিশেষ ভাবে বিশেষ, বাংলার এ প্রান্ত থেকে ঐ প্রান্তে। জানি না বাংলার বাইরেও এইভাবে বিশেষ হয়ে উঠেছে কিন...
-
মূক ফেনীর মুখর পাঁচালি একটি বহুল প্রচারিত বাংলা প্রবাদ ‘ভাগের মা গঙ্গা পায়না’ ৷ প্রবাদটির মধ্য দিয়ে মায়ের অসহায়ত্বের যন্ত্রণাটিই ব্যক্ত হয়ে...
No comments:
Post a Comment