হতে চাই প্রেমিক
আমিও হতে চাই প্রেমিক
প্রেম সাগরে হাবুডুবু খাওয়া
তুমুল প্রেমিক।
প্রেয়সীর চুল, প্রেয়সীর গাল
নিয়ে হতে চাই বেসামাল।
প্রেমিকের ন্যায় আমিও চাই
পাশাপাশি আঙ্গুল চেঁপে হাঁটতে,
মনপিঞ্জর উদাসীন করে
তার পারফিউমের গন্ধ
নিজ গাঁয়ে মাখতে।
আমিও চাই হতে প্রেম-পাগল
প্রেম-মোহ গায়ে মেখে
এক তুমুল পাগল,
প্রেমিকার ক্ষণ,প্রেমিকার বিহন
নিয়ে পোহাতে চাই দহণ।
প্রেমিকের ন্যায় আমিও চাই
প্রেমিকার ঠোঁটের রাঙা হাসি,
আমিও বলতে চাই,ভীষণ জোরে
কিংবা ফিসফিস করে
তোকে বড্ড ভালোবাসি
No comments:
Post a Comment