বন্ধু মানে বঙ্গবন্ধু
বন্ধু মানে বঙ্গবন্ধু
তারপর দেখি কেউ নাই কিছু নাই
আর যা আছে তা দেখি খাই খাই
আড়ালে আবডাল কখনো প্রকাশ্যে
হজম করে ফেলছে নির্বিকার
প্রতিকার হীন বোবা কান্না
গণতন্ত্রের আর্শিবাদ ধন্য
না মানলে মহাসংকট ঘরে বাইরে
বেদলের আখ্যাতিলক পেতে
সময় লাগে না রক্ষা কবচ নেই
নিউক্লিয়াসে ধান্ধাবাজির অস্থিরতা
এভাবেই চলছে দেশ দুনিয়া
সুখ শান্তির নাট্যশালা
তালা বন্ধ অন্ধ চোখ
দেখতে পায় না জগতি তামাশা
জমাট ব্যথার মোড়ামোড়ি চলে
বিস্ফারের পথ পায় খুঁজে
অবশেষে মনে পড়ে একজন;
জনের কথা
বন্ধু মানে বঙ্গবন্ধু।
No comments:
Post a Comment