Wednesday, August 8, 2018

শচী চৌধুরী

ডাক

পরাণ ঘোষের বাড়ির পাশেই
একলা ছিল মাঠ
মাঠের শেষে আলতো ছোঁয়া
আকাশ বুঝি ছিল
একটি কেবল খাঁ-খাঁ ছিল
রৌদ্র-পিতল বুকে
চমকে দেখি অন্তবিহীন
কখন গেছি ভেসে
একলা পারের নিরঞ্জনের
ডাকটি শুনে শুনে ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...