Wednesday, August 8, 2018

শচী চৌধুরী

ডাক

পরাণ ঘোষের বাড়ির পাশেই
একলা ছিল মাঠ
মাঠের শেষে আলতো ছোঁয়া
আকাশ বুঝি ছিল
একটি কেবল খাঁ-খাঁ ছিল
রৌদ্র-পিতল বুকে
চমকে দেখি অন্তবিহীন
কখন গেছি ভেসে
একলা পারের নিরঞ্জনের
ডাকটি শুনে শুনে ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...