Saturday, August 11, 2018

ফরিদুজ্জামান

স্বাধীনতার অমর কাব্যের কবি

মুক্তির সংগ্রামে আদর্শের মৃত্যুপণ করেছোলড়াই
শেষ রক্ত বিন্দু ঢেলে মা মানুষ মৃত্তিকারঋণ শোধের চড়াই উৎরাই।
সাড়ে সাত কোটি বাঙালীর ভালোবাসারকাঙাল ছিলে তাই বাঙালীর মঙ্গল সাধনা
জীবনের চেয়ে বড়ো তোমার তেজদীপ্তধ্যান আর সম্মাননা।
পৃথিবীর ইতিহাসে তোমার সমকক্ষ কোন্বীর হলো মহীয়ান ?
অন্যায়কে স্তব্ধ করতে শিরস্ত্রাণ দেওয়ারআগে প্রস্তুত ছিলে দিতে প্রাণ বলিদান।

ধনলোভে-রাজ্যলোভে ইতিহাস জুড়ে কতোলুণ্ঠন অধ্যায়
পালাক্রমে ফিরে আসে বাংলাদেশের বুকেছুরির ফলায়।
শত্রুকে হটিয়ে দিয়ে ভাষারাষ্ট্র প্রতিষ্ঠা ছিলপ্রাণের শপথ

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...