Wednesday, August 8, 2018

অমিত রুদ্র পাল

অচেনা

অচিন দেশের সাদা পাখি
কোথায় তোমার ঘর!
আড়ালে মেঘের চুপটি করে
সুখের রঙিন চর ।

তোমার রঙিন ডানা পাখি
নির্মল রম্য পালক
খুঁজতে গেলে পায় না আঁখি
বিন্দু মাত্র ঝলক ।

গহিন মনে ভ্রমণ করো
অন্তহীন এক সীমা
হৃদয় স্থলে রাখো স্পর্শ
মাধুরী  রূপ মহিমা ।

তোমার সাথে বাঁধবো আমি
রঙিন ছানির ঘর
যেখানেতে সাজাও তুমি
সুখের রঙিন চর।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...