Wednesday, August 8, 2018

বিজন বোস

অভিবাদন



দেখতে দেখতে সত্তরটি বছর অতিক্রান্ত

স্বাধীনতা তুমি কি এখনো কৈশোরে  ?
নাকি যৌবন তোমার অঙ্গে  ? ---
যখন তুমি হওনি স্বাধীন
সবার মনে ছিল আশা ; চোখে আকাশ স্বপ্ন 
পরাধীনতা ঘুচিয়ে আসবে স্বাধীনতা 
দেশ মাতৃকা হবে মুক্ত অধীনতা ;
সবার জন্যে হবে অন্নবস্ত্র বাসস্থান     --                নিশ্চিত হবে  কর্মসংস্থান ।

স্বাধীন দেশের স্বাধীন পতাকা 
উড্ডীণ রবে 'চির উন্নত শির '
ভারত মায়ের দামাল ছেলেরা
হবে বিশ্ব বরণ্যে বীর ।
গণতন্ত্র শ্রেষ্ঠতন্ত্র সর্বতন্ত্র মাঝে
হানাহানি দলাদলি নয়
লাগবে মানব সন্পদ তৈরীর কাজে ।
সেদিনের কৈশোর আজকের প্রৌঢ়
হিসাব মেলাতে ব্যস্ত 
'একবুক আশা একরাশ স্বপ্নের --
একটি শিশুও অভুক্ত থাকবেনা ' --
অথচ লক্ষ শিশু এখনো পথে পথে ঘুরে
যাওয়ার কথা স্কুলে শার্ট প্যাণ্ট বুট পরে--
যাচ্ছে রাস্তার মোড়ে খাবার কুড়োতে 
একটা টাকা দাও বলে বাবুদের কাছে হাত পাত্তে ।
কুকুরের সঙ্গে একসাথে খেতে  কোন লজ্জ্বা নয় 
ফুটপাথ তাদের নিরাপদ আশ্রয় ।
যারা জীবন সংগ্রামে ঘাত প্রতিঘাতে
আজ দৈন্য থেকে দৈন্যতর
তাদের জন্য একটু আশ্রয়  একটু ভালবাসা 
সেদিন ছিল এমনই আশা  ,
স্বাধীনতা,  তারা একরাশ আশার বদলে পেল
একবুক দীর্ঘশ্বাস 
একচোখ স্বপ্নের বদলে একরাশ হতাশা ।
কথা ছিল প্রৌঢ়ত্বেরকালে দেবে          
 নিশ্চিত আশ্রয় আর দুমুঠো অন্ন , 
অথচ তারা আজো অসহায় 
দুমড়ে মুচড়ে ছিন্নভিন্ন ।--
আর সন্পৃতীর কথা ?
নাগিনীর বিষাক্ত নিশ্বাঃসে
কালোমেঘে ছেয়ে গেছে নীলাকাশ
অবিশ্বাসের বাতাবরণ সর্বব্যাপী, 
সাম্প্রদায়িক সুড়সুড়ি --
এক ভারত গড়ার নামে সান্প্রদায়িক বিদ্বেষ

ভাইয়ে ভাইয়ে হানাহানি --

তোমার অঙ্গে তৈরী করেছে ক্ষত

চায়' আজাদ কাশ্মীর ' ।

ওরা  এত বিদ্রোহী কেন ?


খুঁজো খুঁজো উত্তর,  পাবে সমাধান 

দাও সবাকারে সমান সন্মান , দাও নিরাপদ আশ্রয় 

ভেঙে চুরে দুমড়ে মুচড়ে দাও

সাম্প্রদায়িকতার বিষদাঁত ,

তবেই হবে 'এক ভারত ' ' শ্রেষ্ঠ ভারত ' সবার বাসযোগ্য ভারত-----

তবু তোমায় গোলাপী সেলাম সশ্রদ্ধ অভিবাদনসবার আশা পূরণ করতে পারবে যবে

সেদিন "ভারত আবার জগত্ সভায় শ্রেষ্ঠ আসন লবে ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...