Friday, August 10, 2018

বিনয় শীল

অন্ধকারের জীব

মানবে না তা জানি।
একটি অশ্রুবিন্দু ধরে -
এক সাগরের পানি।

বুঝি ! কী চাও তুমি!
আমার চোখের জলে ভাসুক
শতদীর্ন ভূমি।

তোমার চাওয়ায় ছল্।
ঝড়ো তান্ডবেও থাকুক -
শান্ত দিঘির জল।

তোমার ইচ্ছা- এই
তুমিই শুধু বকতে থাকবে
আমার বলতে নেই।

তোমার রহস্যময় হাসি |
আমায় তুমি রিক্ত করলে
সর্বস্ব মোর গ্রাসি।

তবু ভাবনা আমার নাই |
মনুষ্যত্বের শিকড় আঁকড়ে
বেঁচে থাকতে চাই।

তোমার চোরা-গুপ্তির রাত্ |
কিন্তু জেনো আসবে একদিন
আলোর সুপ্রভাত।

তুমি, সেদিন কোথায় যাবে ?        
আলোর মেলায় তুমি যে হায়
কেবল মুখ লুকাবে  !!

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...