অন্ধকারের জীব
মানবে না তা জানি।
একটি অশ্রুবিন্দু ধরে -
এক সাগরের পানি।
বুঝি ! কী চাও তুমি!
আমার চোখের জলে ভাসুক
শতদীর্ন ভূমি।
তোমার চাওয়ায় ছল্।
ঝড়ো তান্ডবেও থাকুক -
শান্ত দিঘির জল।
তোমার ইচ্ছা- এই
তুমিই শুধু বকতে থাকবে
আমার বলতে নেই।
তোমার রহস্যময় হাসি |
আমায় তুমি রিক্ত করলে
সর্বস্ব মোর গ্রাসি।
তবু ভাবনা আমার নাই |
মনুষ্যত্বের শিকড় আঁকড়ে
বেঁচে থাকতে চাই।
তোমার চোরা-গুপ্তির রাত্ |
কিন্তু জেনো আসবে একদিন
আলোর সুপ্রভাত।
তুমি, সেদিন কোথায় যাবে ?
আলোর মেলায় তুমি যে হায়
কেবল মুখ লুকাবে !!
No comments:
Post a Comment