Saturday, August 11, 2018

খোশনূর

দর্প ওরা লক্ষ বীরের

কে বলে সালাম নেই ?
নেই জব্বার বরকত? ওরা আছে
ওরা থাকবেই চিরকাল।  
ওরা মৃত্যুঞ্জয়ী, অমর অক্ষয় অম্লান
চারদিকে ওদের অনায়াস যাতায়াত
ওরা বীর শহীদ ঐতিহাসিক, ওরা অহংকার
মায়ের সুযোগ্য সন্তান, ধন্য ওদের জীবন
সবাইতো হয় না অমর
সবাইতো হয় না সাহসী মহাত্যাগী
রফিক শফিক সবাই আছে
কালের স্বাক্ষরে চিরঞ্জীব প্রত্যয়ে চিরভাম্বরবিস্ময়ে
একুশ শেখায় প্রতিবাদ
অধিকারের শ্লোগানে, বর্ণমালা রক্তে রাঙা
সেখানেই সূর্য শোভার বর্ণিল সভায় উজাড়করা প্রাণের নিবেদন
অন্যায়, অত্যাচার প্রতিরোধের অঙ্গীকারে
জীবন দর্শন স্বার্থত্যাগের সীমাহীন ডাক
হাহাকার তুচ্ছ করে জয়োল্লাসে বিশ্ব দেখাঅন্যচোখে। 

সেই বিষাদে সেই  আনন্দে ওদের জয়গাঁথালেখা
শহীদ মিনারে ফুলের সাজ মুঠো মুঠো 
ছড়িয়ে দেয়া জনস্রোতে বুকের কষ্ট বুকেইজ্বলুক
মা জননীর ঝাপসা চোখের দৃষ্টিপাতে
ওদের ছায়া ওদের মায়া আউল বাউলকরেও যদি
আছেই ওরা কোথায় যাবে কতো দূরেবুকেই আছে
অন্য কোনো  গোপন কক্ষে স্মৃতির সূতোয়বাঁধা
যেথায় বন্ধ ভাবনায় ছন্নছাড়া উদাস উধাওপথে
সময় মতো আসবে ওরা লক্ষ বীরের দর্পহয়ে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...