কাঠগোলাপ
কাঠগোলাপকে আমরা বরাবর গোলাচ বলতাম।
তার গন্ধ নাকে এলে হিয়ায় প্রেম প্রেম ওম জাগতো।
এমনিতে তেমন মনোরম না হলেও আবেদন লাস্যময়ী।
পাতা ঘাঢ় অনেকটা আকন্দের মতো একটু লম্বাটে।
সাধারনত মোহিত না করলেও মৃদু গন্ধে আকুল করে প্রাণ।
কাঠগোলাপ লালসাদা আবার কোনটা শুধু সাদাও।
এতে প্রেমিকার গোপায় কীরকম সৌন্দর্য বাড়ে জানি না।
মনের ভেতর ঢেউ খেলে যায় ফুড়ুৎ করা বসন্তে।
No comments:
Post a Comment