Wednesday, August 8, 2018

প্রসেনজিৎ দে

অনুরাগী মন
                       

সেদিন ঘুমের ঘোরে ডেকে উঠেছিলাম 
তোমায়, বুঝতেই পারিনি চাঁদ হাসছিল ।
দূরত্বটা যেন খুবই লাগু লাগু 
খানিকটা পথ পেরিয়েই তুমি এলে ।
ভারী সুন্দর দেখাচ্ছে তোমায় পরীর 
বেশে, ঠিক যেন রাত গড়িয়ে
একটি আলোকিত দিন, অবাক হওয়ার, 
খোঁপায় একগুচ্ছ শুভ্র গন্ধরাজ ফুল ।
তুমি রোজ হেঁটে যাও ছমছমিয়ে
পায়ে আঁকাবাঁকা আলতা গড়া নদী
ভেসে যাওয়া সকল বিরহ-জ্বালা 
মিশে যায় তোমার গা-বেয়ে প্রতিদিন ।
আমিও যে বসে থাকি অপেক্ষায়, 
সমুদ্রের মত বিশাল হৃদয় নিয়ে ! 
তুমি আসবে , সুখ-দুঃখ বিরহ-যন্ত্রণায় 
দুজন দুজনাতে একাকার হয়ে রই ।
স্বপ্নেও তোমায় বেসেছি ভাল আর কল্পনায়ও, 
তাইতো সকল ক্লেশ সইতে প্রতীক্ষায় বাস্তবেও।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...